Thank you for trying Sticky AMP!!

শ্রীলঙ্কায় নিষ্ক্রিয় করতে গিয়ে বোমা বিস্ফোরণ

শ্রীলঙ্কার বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী নতুন বিস্ফোরণের জায়গা পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নতুন করে বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা এএফপি দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়, রোববার দ্বীপদেশ শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার সময় একটি গির্জায়ও হামলা চালানো হয়। সেই গির্জার সামনে থাকা একটি গাড়িতে আজ সোমবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। এতে ২৯০ ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিক। অপর দিকে, বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে আরও সন্ত্রাসী হামলার হতে পরে বলে শ্রীলঙ্কাকে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে, সোমবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে দেশটি। মধ্যরাত থেকে শর্তসাপেক্ষে জরুরি অবস্থা জারির এই পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।