Thank you for trying Sticky AMP!!

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১০০

সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে জিসরিন শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলায় চালায় সরকারি বাহিনী। হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে একটি পরিবার। ছবি: এএফপি

সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর সহায়তায় ইউফ্রেটিস নদীর পূর্ব অংশ ইসলামিক স্টেটের (আইএস) দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন মার্কিন কর্মকর্তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন ‘আগ্রাসনের’ ফলের কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার যে বাহিনী আইএস ও মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল, মার্কিন জোট সেই বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে এবং ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।