Thank you for trying Sticky AMP!!

সৌদিতে মিয়ানমারের নাগরিকের শিরশ্ছেদ

এক নারীকে হত্যা ও অন্যান্য অপরাধের কারণে মিয়ানমারের এক নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একই সঙ্গে তাঁর লাশ লটকে জনসমক্ষে প্রদর্শন করা হয়।

রাষ্ট্রনিয়ন্ত্রণাধীন সৌদি প্রেস এজেন্সি গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, মুসলমানদের পবিত্র নগর মক্কায় মিয়ানমারের ওই নাগরিকের শাস্তি কার্যকর করা হয়। ওই ব্যক্তির নাম ইলিয়াস আবদুল কালাম জামালেদিন। তাঁর বিরুদ্ধে এক নারীর ঘরে ঢুকে গুলি ও ছুরিকাঘাত করে খুনের অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে চুরি, ধর্ষণচেষ্টা ও আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগও আনা হয়। আদালত তাঁর শাস্তি বজায় রাখেন এবং যুবরাজ সালমান মৃত্যুদণ্ডে অনুমোদন দেন।

শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে শীর্ষপর্যায়ে রয়েছে সৌদি আরবের নাম। শিরশ্ছেদের পর লাশ লটকে তা প্রদর্শনের ঘটনা বিরল।