Thank you for trying Sticky AMP!!

সৌদির বন্দিশালায় অনশনে রোহিঙ্গারা

জেদ্দায় অবস্থিত সুমাইছি বন্দিশালায় রোহিঙ্গা বন্দীরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি বন্দিশালায় রোহিঙ্গা বন্দীরা অনশন শুরু করেছেন। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে তাঁরা এই অনশনে গেছেন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট আই।

জেদ্দায় অবস্থিত সুমাইছি বন্দিশালার রোহিঙ্গা কয়েদিরা বলেছেন, গত মাসে বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। এই পরিস্থিতিতে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ঠেকাতে অনশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

বন্দিশালা থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অনশনকারী রোহিঙ্গা বন্দীরা তাঁদের জন্য বরাদ্দ প্রতিদিনের খাবার খেতে চাইছেন না। তাঁদের ফেরত দেওয়া খাবার মেঝেতে পড়ে আছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্দিশালার এক রোহিঙ্গা বন্দী মিডল ইস্ট আইকে জানান, হোয়াটসঅ্যাপসহ বার্তাবহ অন্যান্য অ্যাপের সাহায্যে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে অনশন কর্মসূচি সংগঠিত করেছেন।

ওই রোহিঙ্গা বন্দী বলেন, তাঁরা অনশন শুরু করার পর তাঁদের কর্মসূচিতে ধীরে ধীরে লোকসংখ্যা বাড়তে থাকে। অনশনে অংশ নেওয়া এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অনশনকারী রোহিঙ্গা বন্দীরা তাঁদের খাবার ফেরত দিচ্ছেন। ছবি: সংগৃহীত

ওই রোহিঙ্গা বন্দী বলেন, ‘আমরা জানি না, কত দিন অনশন করতে পারব। কারণ, তারা (কর্তৃপক্ষ) আমাদের খাওয়ার জন্য চাপ দিচ্ছে।’

সৌদি আরবে গত গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গা বন্দীরা অনশন করছেন।

রোহিঙ্গা বন্দীরা তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন।

আরও পড়ুন:
বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গারা সৌদি থেকে ঢাকায়!
এবার ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এল ৩০০ রোহিঙ্গা পরিবারের ১৩০০ জন