Thank you for trying Sticky AMP!!

হংকংয়ে আইনের শাসন ধ্বংসের দ্বারপ্রান্তে: পুলিশ

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ছবি: রয়টার্স

পাঁচ মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতে সেখানকার পুলিশ বলছে, হংকংয়ের আইনের শাসন ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার এক দিন পরেই এমন আশঙ্কার কথা জানাল তারা।

আজ মঙ্গলবারও দেশটির বাণিজ্যিক জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ার সময় মুখোশ পরা শত শত বিক্ষোভকারীকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে ওই সময় হাজারো অফিস কর্মী সড়কের ওপর ছিলেন। তাঁরা ‘স্বাধীনতার জন্য লড়াই, হংকংয়ের পাশে দাঁড়াও’ বলে স্লোগান দিচ্ছিলেন।

আজ বিকেলে আন্দোলনকারীদের সমালোচনা করে পুলিশের মুখপাত্র কং উইং বলেন, নির্দোষ জনগণের বিরুদ্ধে তাঁদের (বিক্ষোভকারীদের) যত্রতত্র ও নির্বিচারে অসংখ্য সহিংসতা চালানোর প্রমাণ আছে। তিনি বলেন, মুখোশ পরাদের বেপরোয়া সহিংসতার মাধ্যমে হংকংয়ে আইনের শাসন পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। এদিকে গত সোমবার বেইজিংপন্থী সমর্থকের ওপর হামলাকে হত্যার চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

কয়েক মাস আগে চীনের প্রস্তাবিত নতুন প্রত্যর্পণ আইন নিয়ে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুভে আইন বাস্তবায়ন থেকে সরে আসে চীন। প্রস্তাবিত ওই প্রত্যর্পণ আইন পাস হলে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে কোনো মামলায় অভিযুক্ত কাউকে প্রত্যর্পণের আহ্বান জানালে সেটা মানতে হতো হংকং কর্তৃপক্ষকে। হংকংয়ের জনগণের মতে, এ আইনের মাধ্যমে হংকংয়ের বিচারব্যবস্থাই হুমকির মুখে পড়বে ও তাদের ওপর চীনের প্রভাব বাড়বে। এর প্রতিবাদেই মূলত দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।