Thank you for trying Sticky AMP!!

ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। মঙ্গলবার রাজধানী থিম্পুর একটি কেন্দ্রে

ভুটানের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল বিজয়ী

ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। গতকাল মঙ্গলবার রাজতন্ত্র–শাসিত হিমালয়ের দেশটিতে ভোট গ্রহণ হয়।

ভুটানে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে ‘দেশজ জাতীয় সুখ (জিএনএইচ)’ দীর্ঘদিনের অগ্রাধিকার পাওয়া নীতি। তবে এমন সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নির্বাচন হয়েছে, যখন ভোটারদের অনেকেরই প্রধান চিন্তা ছিল তরুণ প্রজন্মের সংগ্রামী জীবনের কথা। বিশেষ করে তরুণদের বেকারত্ব ও মেধাবীদের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতার বিষয়টি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি। ফলে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পরিবেশবাদী নেতা তোবগের।

জাতীয় পরিষদের ৪৭ আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের মাঝামাঝি অবস্থান ভুটানের। নির্বাচনে জয়লাভ করায় বন্ধু তোবগেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভুটানের নির্বাচনে দুই পর্যায়ে ভোট নেওয়া হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়।

Also Read: সুখী ভুটানিরা বিদেশে চলে যাচ্ছেন কেন

গত ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। এই ভোটে বাদ পড়ে যায় ক্ষমতাসীন দল ড্রুক নিয়ামরুপ থগপা (ডিএনটি)। বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ডিএনটি মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়।