Thank you for trying Sticky AMP!!

আলিবাবাকে ২০০ কোটি ডলারের বেশি জরিমানা করল চীন

চীনের বৃহত্তম ই–কমার্স প্রতিষ্ঠান আলিবাবা

বিশ্বের অন্যতম বড় অনলাইন বেচাকেনার প্রতিষ্ঠান আলিবাবাকে ২০০ কোটি ডলারেরও বেশি জরিমানা করেছে চীন। দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলো আজ শনিবার এই বিপুল আর্থিক জরিমানা করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আলিবাবা এরই মধ্যে এই শাস্তিমূলক ব্যবস্থা মেনে নিয়েছে। বর্তমানে চীনে অনলাইন কেনাবেচায় শীর্ষে আছে আলিবাবা। প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি।

চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, বাজারে নিজেদের অবস্থান নিয়ে কারসাজির অভিযোগ আনা হয়েছে আলিবাবার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ব্যাপারে প্রচলিত নিয়মকানুনের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে তারা এবং এ–সংক্রান্ত নীতিমালা আগামী সোমবার প্রকাশ করা হবে।

চীনে বিভিন্ন প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। আলিবাবার বিরুদ্ধে সেই অভিযান আরও তীব্র বলে বোধ হচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাজারে প্রতিযোগিতাবিরোধী মনোভাবের চর্চা এবং ভোক্তাদের তথ্য-উপাত্তের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

নানা ধরনের রাজনৈতিক জটিলতা থাকলেও বিদায়ী বছরে আয় বেশ ভালোই করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। গত বছরের শেষ প্রান্তিকে চীনা ধনকুবের জ্যাক মার প্রতিষ্ঠিত এই কোম্পানি আয় করেছে ৩ হাজার ৪২০ কোটি ডলার। এর আগের বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ৩৭ শতাংশ।