Thank you for trying Sticky AMP!!

চীনের খনিতে বিষক্রিয়ায় ১৬ জনের মৃত্যু

সংযাও খনির বাইরে অপেক্ষমাণ উদ্ধারকর্মীরা।

চীনের একটি কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় ১৬ জন মারা গেছেন। আজ রোববার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, কিজিয়াং এলাকায় সংযাও কোল মাইন নামের একটি খনিতে এই দুর্ঘটনা ঘটেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সকালে খনির ভেতর একটি কনভেয়ার বেল্টে আগুন ধরে। এতে কার্বন মনোক্সাইডের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেলে ওই ১৬ জন মারা যান। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, খনি থেকে উদ্ধার করা একজনের অবস্থা আশঙ্কাজনক।

কিজিয়াংয়ের স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে চীনের খনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলের গুইঝু প্রদেশে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ১৪ খনিশ্রমিক প্রাণ হারিয়েছিলেন।