Thank you for trying Sticky AMP!!

এবার শীতে চীনে করোনার তিনটি ঢেউ দেখা দিতে পারে

চীনের শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য বিশেষজ্ঞ আভাস দিয়েছেন, তাঁর দেশে এবারের শীতে তিনটি করোনা–ঢেউ দেখা দিতে পারে। ইতিমধ্যে প্রথম ঢেউটি চলছে। খবর রয়টার্সের।

চলতি মাসে ব্যাপক বিক্ষোভের মুখে চীন সরকার করোনাজনিত কঠোর বিধিনিষেধগুলোর বেশির ভাগই প্রত্যাহার করে নেয়। এর পর থেকে দেশটিতে আবারও করোনা আক্রান্তের হার বাড়তে থাকে।

চীনের রোগতত্ত্ববিশেষজ্ঞ উ জুনইউ বলেছেন, সংক্রমণের হার বাড়ার বর্তমান এ প্রবণতা মধ্য জানুয়ারি পর্যন্ত চলতে পারে। এরপর ২১ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী চীনা নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে আরেকটি নতুন ঢেউ দেখা দিতে পারে। সাধারণত এ সময়ে লাখো মানুষ পরিবারের সঙ্গে ছুটি উদ্‌যাপন করেন। উ জুনইউ বলছেন, ফেব্রুয়ারির শেষ থেকে মধ্য মার্চ পর্যন্ত করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে।

Also Read: চীনে ২০২৩ সালে কোভিডে মারা যেতে পারে ১০ লাখ

গত শনিবার এক সংবাদ সম্মেলনে উ জুনইউ আরও বলেন, বর্তমান টিকা দেওয়ার হার করোনা সংক্রমণের বিরুদ্ধে নির্দিষ্ট মাত্রার সুরক্ষা তৈরি করেছে। এতে গুরুতর আক্রান্তের সংখ্যা কমেছে।

চীন বলছে, এ পর্যন্ত ৯০ শতাংশের বেশি জনগোষ্ঠীকে টিকার সম্পূর্ণ ডোজ দিয়েছে তারা। অবশ্য ৮০ বছর বা এর বেশি বয়সী মানুষের মধ্যে ৩ ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা অর্ধেকের কম। বয়স্ক মানুষের করোনার গুরুতর উপসর্গে ভোগার ঝুঁকি বেশি।

Also Read: বিক্ষোভের মুখে চীনে করোনার বিধিনিষেধ শিথিল

৭ ডিসেম্বর থেকে চীন সরকার আনুষ্ঠানিকভাবে করোনায় নতুন কোনো মৃত্যুর খবর প্রকাশ করেনি।

সর্বশেষ গতকাল রোববার প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যাও আগের কয়েক দিনের তুলনায় কমতে দেখা গেছে। এদিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯৭। ধারণা করা হচ্ছে, করোনা পরীক্ষার হার কমে যাওয়ার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা প্রকাশ পাচ্ছে না।