Thank you for trying Sticky AMP!!

টিকটক

বিক্রি হচ্ছে না টিকটক

টিকটকের মূল প্রতিষ্ঠান (প্যারেন্টস কোম্পানি) বাইটড্যান্স বলেছে, মার্কিন চাপের মুখে তাদের এই প্ল্যাটফর্ম বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছা নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র জনপ্রিয় এই ভিডিও অ্যাপ বিক্রিতে বাধ্য বা যুক্তরাষ্ট্রে বন্ধ করার জন্য একটি আইন পাস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম তাওতাওয়ে দেওয়া এক পোস্টে বাইটড্যান্স বলেছে, তাদের টিকটক বিক্রির পরিকল্পনা নেই।

এ সপ্তাহে টিকটক বলেছিল, যুক্তরাষ্ট্রের অসংবিধানিক আইন পাসের বিরুদ্ধে আদালতে লড়াই করা হবে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যালগরিদম বাদে যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাওতাওয়ে দেওয়া পোস্টে ওই প্রতিবেদনকে গুজব বলে বর্ণনা করেছে টিকটক।