Thank you for trying Sticky AMP!!

বাইডেনের কাছে ভালো কিছু আশা করে না মস্কো: রুশ উপপররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রায়বকভ

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রায়বকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে ভালো কিছু আশা করে না মস্কো।
আজ বুধবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্ষমতা গ্রহণের জন্য বাইডেন যে প্রশাসন সাজাচ্ছেন, তার সদস্যদের বিরুদ্ধে ‘রুশভীতি’র অভিযোগ এনেছেন সেরগেই রায়বকভ।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। সেই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে রাশিয়ার প্রত্যাশা প্রসঙ্গে বলেন, ‘আমরা অবশ্যই ভালো কিছু আশা করি না।’

বাইডেন প্রশাসনের সদস্যদের সম্পর্কে সেরগেই রায়বকভ বলেন, ‘সেই লোকদের কাছে ভালো কিছু আশা করা অবাক করার মতো বিষয় হবে, যাঁদের মধ্যে অনেকে রুশ-ফোবিয়ার ওপর ভর করে ক্যারিয়ার গড়েছেন, আর আমার দেশের দিকে কাদা ছুড়ছেন।’

৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার এক মাসের বেশি সময় পর চলতি মাসের মাঝামাঝি বাইডেনকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেনকে অভিনন্দন জানাতে বিলম্ব করা বড় মাপের বিশ্বনেতাদের মধ্যে অন্যতম ছিলেন পুতিন।

ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরই কেবল তাঁকে অভিনন্দন জানান পুতিন। অভিনন্দনবার্তায় সব ক্ষেত্রে বাইডেনের সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, তাঁর পক্ষ থেকে তিনি সহযোগিতা ও যোগাযোগের জন্য প্রস্তুত। কিন্তু এখন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বললেন, বাইডেনের কাছ থেকে তাঁরা ভালো কিছু আশা করেন না।

Also Read: অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন পুতিন

পুতিনের অভিনন্দন জানানোর আগে অবশ্য মস্কোর একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছিলেন। তাঁরা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নির্বাচনপদ্ধতি জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনতে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এবারের নির্বাচনে ট্রাম্প হারলেও এখন পর্যন্ত তিনি পরাজয় মেনে নেননি।