Thank you for trying Sticky AMP!!

অমিক্রনে গুরুতর অসুস্থতা থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দেয় বুস্টার ডোজ

করোনার টিকা

করোনার অমিক্রন ধরনে গুরুতর অসুস্থতা থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ। যুক্তরাজ্যের গবেষকেরা এমন তথ্য জানিয়েছেন। করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ যতটা কার্যকর সুরক্ষা দেয়, অমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। খবর বিবিসির।

বুস্টার ডোজ নেওয়া থাকলে অমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।

যুক্তরাজ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ অথবা তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল অমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছে। গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।

অমিক্রন কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যে অমিক্রনে এক দিনে রেকর্ড ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ১ হাজার ৬৯১ জন বেশি। এ নিয়ে যুক্তরাজ্যে মোট ১৪ হাজার ৯০৯ জনের অমিক্রন শনাক্ত হলো।