Thank you for trying Sticky AMP!!

আক্রমণ ঠেকাতে প্রস্তুত ইউক্রেন

ভলোদিমির জেলেনস্কি

সীমান্তে সৈন্য সমাবেশ নিয়ে রাশিয়া খুব বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে বলে মন্তব্য করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন, তাঁর সামরিক বাহিনী যেকোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত রয়েছে। খবর এএফপির।

জেলেনস্কি আরও দাবি করেছেন, রাশিয়ান নাগরিকদের একটি অভ্যুত্থান ষড়যন্ত্র উন্মোচন করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সীমান্তে রুশ সৈন্যের গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সময়েই ইউক্রেন এ সতর্কবার্তা দিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে, তবে তার মূল্য দিতে হবে।

জেলেনস্কি কিয়েভে সংবাদ সম্মেলনে বলেন, ‘রাশিয়া থেকে বিপজ্জনক কথাবার্তা বলা হচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ার সংকেত এটি।’