Thank you for trying Sticky AMP!!

ইতালিতে ডিসেম্বরেই করোনার অস্তিত্ব

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ইতালিতে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এখন জানা যাচ্ছে, দেশটিতে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল আসলে ডিসেম্বরেই। ইতালির মিলান ও তুরিন শহরের নর্দমার পানি পরীক্ষা করে এই তথ্য জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (আইএসএস) গবেষকেরা মিলান ও তুরিনের ১৮ ডিসেম্বরের নর্দমার পানির নমুনাতে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন।

তাঁরা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের বর্জ্য পানি শোধনাগারের ৪০টি নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

আইএসএসের বিশেষজ্ঞ গিউসেপ্পে লা রোসা বলেন, অক্টোবর ও নভেম্বরের নমুনাতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে, ভাইরাস তখনো ইতালিতে পৌঁছায়নি। বোলোনার নর্দমার জানুয়ারির পানিতে ভাইরাস শনাক্ত হয়েছে।