Thank you for trying Sticky AMP!!

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাশিয়ার কোটিপতি নারী নিহত

জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তিনজন। ছবি: এএফপি

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইনস সাইবেরিয়া এয়ারলাইনসের (এস-৭) অন্যতম কর্ণধার নাতালিয়া ফিলেইভা। কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়। এ ঘটনায় বিমানের চালকসহ আরও দুজন নিহত হন।

গতকাল রোববার নাতালিয়া ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান থেকে ফিরছিলেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে এসে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের চালকসহ তিন যাত্রীই নিহত হন। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয় তা নির্ণয় করা যায়নি বলে জানিয়েছে এস-৭। রাশিয়ান এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ ঘটনার তদন্তে কাজ শুরু করেছে।

৫৫ বছর বয়সী নাতালিয়া রাশিয়ার অন্যতম নারী ধনী। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, তাঁর সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার। তাঁর মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।