Thank you for trying Sticky AMP!!

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

ইতালি

করোনাভাইরাসে ইতালিতে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শনিবারের তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে ৮৮৯ জন। এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৯৭৯ জনের প্রাণহানি ঘটে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার জানায়, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, এই সময় পর্যন্ত ইতালিতে করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে শনিবার ২৪ ঘণ্টায় ইউরোপের আরেক দেশ স্পেনে প্রাণহানি ঘটেছে ৮৩২ জনের। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। শনিবার রাত পর্যন্ত দেশটিতে ১ লাখ ১২ হাজার ৪৬৮ জন মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭০৯জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রথম রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত ১৭৭ টি দেশ বা অঞ্চলে এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে। মোট শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা সাড়ে ৬ লাখের মতো। আর প্রাণহানি ঘটেছে প্রায় ৩০ হাজার মানুষের।