Thank you for trying Sticky AMP!!

কোটি ডলারের গাড়ি

ফ্রান্সের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বুগাটির সবচেয়ে দামি গাড়ি। ছবি: বিবিসির সৌজন্যে

ফ্রান্সের সুপারকার নির্মাতা বুগাটি কোটি ডলারের বেশি দামে নতুন একটি গাড়ি বিক্রি করেছে। তারা দাবি করছে, এটিই বিশ্বে এযাবৎকালের সবচেয়ে দামি গাড়ি।

অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে গাড়িটি কর বাদে কমপক্ষে ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি করা হয়। গাড়িটির আসল দাম এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গাড়ির দাম আগের রেকর্ড ভেঙেছে। রোলস রয়েস সোয়েপটেইল গাড়ি এর আগে ৮০ থেকে ৯০ লাখ ডলারে বিক্রি হয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বুগাটির ১১০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গাড়িটি তৈরি হয়। ধারণা করা হচ্ছে, পোরশের প্রতিষ্ঠাতার নাতি ফার্দিনান্দ পিয়েচ গাড়িটি কিনছেন। পিয়েচ ভক্সওয়াগন গাড়ির সাবেক প্রধান নির্বাহী। বুগাটির মালিকানা তাঁরই হাতে।

বুগাটির প্রেসিডেন্ট স্টেপহেন উইঙ্কেলম্যান বলেন, গাড়িটি কালো রঙের। এতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। দেখতেও খুব সুন্দর। আছে বিলাসবহুল ব্যবস্থা। গাড়িটি কালো কার্বন ফাইবার দিয়ে তৈরি। ১৬টি সিলিন্ডার ইঞ্জিন আছে।

গাড়িটি কত দ্রুত চলে, তা বুগাটি জানায়নি। গাড়িটি ২ দশমিক ৪ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত গতি তুলেছে। সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৬১ মাইল।

বুগাটি বলছে, লা ভয়েচিয়ার নোয়ার নামে গাড়িটি ৫৭ এসসি আটলান্টিক ধরনের প্রতি শ্রদ্ধাস্বরূপ তৈরি হয়েছে। ১৯৩৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে এ ধরনের মাত্র চারটি গাড়ি তৈরি হয়। ফ্যাশন ডিজাইনার র‍্যালফ লরেন লাস্ট আটলান্টিক গাড়ির মালিক ছিলেন।