Thank you for trying Sticky AMP!!

জার্মানির করোনা পরিস্থিতি 'নিয়ন্ত্রণে'

ছবি: রয়টার্স

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান বলেছেন, তাঁর দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এসেছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। খবর বিবিসির।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এখন নতুন আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। এটা প্রমাণ করে, তাদের লকডাউন সফল হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে জেন্স স্প্যান বলেন, ‘আজকের নিরিখে বলতে পারি, এই মহামারি এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। দেশের স্বাস্থ্যব্যবস্থা স্থিতিশীল আছে বলেও জানান জার্মান স্বাস্থ্যমন্ত্রী।

জার্মানির রোগ নিয়ন্ত্রণ দপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্তের পরিমাণ এখন শূন্য দশমিক ৭ শতাংশ। এর অর্থ হলো, প্রত্যেক আক্রান্ত ব্যক্তি একজনের চেয়ে কম মানুষে এ রোগ সংক্রমণ ঘটিয়েছে।

তবে এসব শুভ সংবাদের পাশে একটি খারাপ খবর হলো, দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার পরিমাণও।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর জার্মানি ব্যাপক হারে টেস্ট শুরু করে। দেশটির ১ লাখ ৩৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৮৬৮ জন।