Thank you for trying Sticky AMP!!

পুতিনের জন্মদিনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মদিন ছিল গতকাল বুধবার। তাঁর জন্মদিনে সফলভাবে একটি সিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি ব্যারেন্টস সাগরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কমান্ডার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে জানান, মঙ্গলবার শ্বেত সাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে সিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার পর এটির প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ ছাড়া এটি জাতির নিরাপত্তায় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেরাসিমভ বলেছেন, ক্ষেপণাস্ত্রটি সাড়ে ৪ মিনিটে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভ্যালেরি জেরাসিমভ আরও বলেন, রাশিয়া পরীক্ষা অব্যাহত রাখবে। পরীক্ষা শেষ হলে তাঁদের নৌযান ও সাবমেরিনে এসব ক্ষেপণাস্ত্র সজ্জিত থাকবে।

রাশিয়া জানুয়ারিতে প্রথমবারের মতো একটি সামরিক জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে।