Thank you for trying Sticky AMP!!

পুতিন ও মোদির আলোচনায় কৌশলগত অংশীদারত্ব

রাশিয়ার সোচি শহরে ব্ল্যাক সি রিসোর্টে বৈঠক করেন মোদি ও পুতিন। ২১ মে, ২০১৮। ছবি: রয়টার্স


রাশিয়ায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। গতকাল সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়।

সের্গেই লাভরভ বলেন, কৌশলগত অংশীদারত্বের পুরো বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করেন। অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। তাঁরা এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থিতিশীল প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, এই দুই নেতার মধ্যে আগামী অক্টোবর মাসের গোড়ার দিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারেও আলোচনা হয়।

এ ছাড়া আলোচনায় জ্বালানি খাতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।