Thank you for trying Sticky AMP!!

বাখ সংগীত উৎসব

ধ্রুপদি সংগীতে পশ্চিমে তথা বিশ্ববরেণ্য অনেক সংগীতস্রষ্টার জন্মভূমি জার্মানি। জোহান সেবাস্তিয়ান বাখ, ভিলহেলম রির্শাড ভাগনার, লুদভিগ ভন বেটোফেন, রবার্ট সুম্যান, রির্শাড স্ট্রাউস, আরনল্ড শ্যোনেবর্গের মতো শিল্পী ১৭০০ শতাব্দীর শেষ দিক থেকেই নন্দিত সংগীতজ্ঞ হিসেবে খ্যাত। এঁরা সংগীতকর্মে চিন্তার গভীরতা, কৌশলগত দক্ষতা ও শৈল্পিক সৌন্দর্যের জন্য বিশ্বখ্যাতি অর্জন করেছেন।

জার্মানির সাক্সেন রাজ্যের রাজধানী লাইপসিগ শহর ও এর আশপাশ এলাকায় দুই বিখ্যাত সংগীত দিকপাল জোহান সেবাস্তিয়ান বাখ ও ভিলহেলম রির্শাড ভাগনারের জন্মভূমি। বিশ্বখ্যাত সংগীতজ্ঞদের স্মরণে প্রতিবছরই লাইপসিগ, বাইরয়েথ বা বন শহরে শিল্পীদের নামে সংগীত উৎসবের আয়োজন হয়ে থাকে। ৮ থেকে ১৭ জুন লাইপসিগে হচ্ছে এবারের এ উৎসব। উৎসবের ছবিগুলো তুলেছেন জার্মানির হ্যানোভার প্রতিনিধি সরাফ আহমেদ।

বাখ উৎসবে ধ্রুপদি সংগীত পরিবেশনের মুহূর্ত
লাইপসিগ ট্রেন স্টেশন চত্বরে বাখ উৎসবের জন্য তৈরি মঞ্চ
লাইপসিগ শহরের মিউজিয়ামে সংগীতজ্ঞ ভিলহেলম রির্শাড ভাগনারের ব্যবহৃত পিয়ানো
লাইপসিগ শহরের শিল্পী এলিস গটলিব হয়েসম্যানের হাতে আঁকা জোহান সেবাস্তিয়ান বাখ
লাইপসিগ শহরের কেন্দ্র বিখ্যাত নিকোলাই গির্জা চত্বরে বাখ উৎসবের প্রচার পতাকা
বাখ উৎসবের পোস্টার
বাখ উৎসবে সেজেছে সারা লাইপসিগ শহর
বাখ উৎসবের অনুষ্ঠানসূচি
লাইপসিগ শহরের রাস্তায় দুজন পথশিল্পী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন জোহান সেবাস্তিয়ান বাখের সুর
সারা পৃথিবী থেকে অগণিত বাখ প্রেমিক জড় হয়েছেন লাইপসিগ শহরে
উৎসবে দর্শকদের একাংশ