Thank you for trying Sticky AMP!!

রাশিয়ার সরকারের পদত্যাগ, পুতিনের সিদ্ধান্তে বিস্ময়

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিমিত্রি মেদভেদেভকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহকারী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন। ছবি: এএফপি

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া রাশিয়ার পুরো সরকার পদত্যাগ করেছে। দেশটির সংবিধান পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টে দেওয়া পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্ত জানায় রাশিয়ার সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান পরিবর্তনের ব্যাপারে রাশিয়াজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন পুতিন। নতুন সংবিধানে প্রেসিডেন্টের বদলে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবে। বুধবার বৈঠক করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহকারী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন।

প্রধানমন্ত্রী মেদভেদেভ বলছেন, প্রেসিডেন্ট পুতিনের এ প্রস্তাবে রাশিয়ার ক্ষমতাকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের এ প্রস্তাব শুধু সংবিধান নয়, বরং দেশের পুরো ক্ষমতাকাঠামো, পার্লামেন্ট ও বিচার বিভাগের ক্ষমতাকাঠামোও বদলে দেবে। এমন পরিস্থিতিতে পুরো সরকার পদত্যাগের ঘোষণা দিচ্ছে।’ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

তবে হুট করে পুতিনের এমন সিদ্ধান্তে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।

বিবিসির মস্কো প্রতিনিধি সারাহ রেইনসফোর্ড বলেছেন, পুতিন কেন মেদভেদেভকে সরিয়ে দিলেন, সেটি এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতেই সংবিধান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার চতুর্থ মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এরপর আর প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ নেই পুতিনের।