Thank you for trying Sticky AMP!!

সুইডেনে ট্রাক দিয়ে হামলাকারীর যাবজ্জীবন

সুইডেনের স্টকহোমে ট্রাকচাপা দিয়ে পাঁচজনকে হত্যার দায়ে রাখমাত আকিলভকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

সুইডেনের স্টকহোমে গত বছর ট্রাকচাপা দিয়ে পাঁচজনকে হত্যার দায়ে রাখমাত আকিলভকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির আদালত এ রায় দেন। সুইডেনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ১৬ বছর।

উজবেকিস্তানের নাগরিক আকিলভ হামলার সময় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। এ কারণে তাঁকে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

২০১৪ সালে উজবেকিস্তান থেকে সুইডেন যান আকিলভ। তিনি ওই দেশে অভিবাসনের জন্য আবেদন করেন। তবে দুই বছর পর তাঁর আবেদন বাতিল হয়ে যায়। তাঁকে এক মাসের মধ্যে সুইডেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

গত বছরের ৭ এপ্রিল আকিলভ ট্রাক নিয়ে স্টকহোমের ব্যস্ত এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়েন। এতে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হন। হামলার পরপরই তিনি পালিয়ে যান, তবে পুলিশ ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে।