Thank you for trying Sticky AMP!!

স্যুটকেসে ১২ লাখ পাউন্ড নিয়ে পালাচ্ছিলেন দুজন

প্রতীকী ছবি

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় স্যুটকেসভর্তি মুদ্রাসহ ধরা পড়েছেন দুজন। তাঁরা চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্যুটকেস দুটিতে ছিল ১২ লাখ পাউন্ড। যুক্তরাজ্য সরকার গতকাল শুক্রবার এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে বলা হয়।

আটক দুজনের একজন ৩৭ বছর বয়সী ও অন্যজন ২৬ বছর বয়সী নারী। ৮ নভেম্বর বর্ডার কর্মকর্তারা তাঁদের আটকায়। এই বিপুল মুদ্রা ছিল তিনটি স্যুটকেসে ও হাতে বহনযোগ্য দুটি ব্যাগে।

ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড দ্য কোর্টস দপ্তরের মন্ত্রী ক্রিস ফিলিপ এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য থেকে অঘোষিতভাবে অর্থ বের করে নিয়ে যাওয়া শক্ত হাতে দমন করা হয়। সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে এ লড়াই খুবই গুরুত্বপূর্ণ।

গত অক্টোবরেও অর্থ পাচারের সময় এক নারী বিরাট অঙ্কের মুদ্রাসহ ধরা পড়েন। ওই নারী ১৯ লাখ পাউন্ড নিয়ে দুবাই যাচ্ছিলেন।