Thank you for trying Sticky AMP!!

হ্যামিলন ও হ্যানোভারে বর্ণিল ক্রিসমাস মেলা

বড়দিনের উৎসবকে ঘিরে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই ইউরোপের ছোট–বড় শহরগুলোয় ক্রিসমাস বাজার একটি আকর্ষণীয় মিলনমেলা। তুষারপাত বা প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে ছোট–বড় সব বয়সী মানুষ বড়দিন উৎসবপূর্ব এই মেলায় হাজির হওয়ার চেষ্টা করে। বড়দিনকে ঘিরে হাতে তৈরি নানা সামগ্রী, নানা ধরনের মিষ্টান্নজাতীয় খাবার, নানা ধরনের পানীয় থেকে শুরু করে ছোটদের খেলাধুলার নানা ব্যবস্থা থাকে বড়দিনের মেলায়। উওর জার্মানির সাড়ে আট শ বছরের পুরোনো শহর হ্যানোভার এবং রূপকথাখ্যাত বংশীবাদকের শহর হ্যামিলনের ক্রিসমাস বাজারের কিছু ছবি তুলেছেন সরাফ আহমেদ।

হ্যানোভার শহরের ক্রিসমাস বাজারের প্রধান আকর্ষণ সুউচ্চ ক্রিসমাস পিরামিড
রূপকথার শহর হ্যামিলনের বংশীবাদককে ঘিরে ক্রিসমাস বাজার
হ্যামিলনের ক্রিসমাস বাজারে সান্তাক্রজ সেজে রকমারি বেলুন বিক্রয়
হ্যানোভার শহরের ক্রিসমাস বাজার
ক্রিসমাস উপলক্ষে আলোক মালায় সজ্জিত হ্যানোভার শহরের কেন্দ্র
সব বয়সের মানুষের ভিড় হ্যামিলনের ক্রিসমাস বাজারে
হাতে তৈরি চীনামাটির নানা সামগ্রী হ্যামিলনের ক্রিসমাস বাজারে
তুষারপাতের মধ্যেই হ্যামিলনের ক্রিসমাস বাজারে অতিথিদের আনাগোনার কমতি নেই
হ্যামিলনের ক্রিসমাস বাজারে হাতে তৈরি নানা বর্ণের সান্তাক্রজ
রূপকথার শহরের প্রাচীন বাড়িগুলোর অনুকরণে তৈরি ল্যাম্প
হ্যানোভার শহরের প্রধান রেলস্টেশনের সামনে ক্রিসমাস বাজার