Thank you for trying Sticky AMP!!

২১ দিন অনশনের পর র‍্যালিতে যোগ দেওয়ায় গ্রেপ্তার রাশিয়ার বিরোধী নেত্রী সোবল

রাশিয়ার বিরোধী নেতা ল্যুবভ সোবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: রয়টার্স

রাশিয়ার বিরোধী নেত্রী ল্যুবভ সোবলকে বিক্ষোভের সময় দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। মস্কোতে সরকারবিরোধী বিক্ষোভের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ২১ দিন অনশনের পর মস্কোতে র‍্যালিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন ল্যুবভ সোবল। তিনি গাড়িতে ছিলেন। ১৫ জন পুলিশ সেখান থেকে তাঁকে টেনে নামিয়ে একটি কালো গাড়িতে ওঠায়। গাড়িটি দ্রুত ওই এলাকা ছেড়ে যায়।

রাশিয়ায় আগামী ৮ সেপ্টেম্বরে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সরকার পক্ষ থেকে বেশ কিছু বিরোধী প্রার্থীকে অংশ নিতে না দেওয়ায় রাজধানী মস্কোতে বিক্ষোভ করছেন অনেকেই। আন্দোলনকারীরা মস্কোতে জমায়েত হয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়ায় ইতিমধ্যে প্রায় ১০০ জন আন্দোলনকারী দেশটির পুলিশ গ্রেপ্তার করেছেন।

ল্যুবভ সোবলও নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁকেও প্রার্থী হতে দেওয়া হয়নি।

রাশিয়ার পুলিশ বলছেন, ল্যুভব সোবল বিক্ষোভে অংশ নিয়ে নির্বাচনের নিয়মভঙ্গ করেছেন। এ জন্যই তাঁকে আটক করা হয়েছে।

আটকের কিছুক্ষণ আগে সোবল গণমাধ্যমকে বলেন, ‘আমি জানতাম আমার এই অবস্থান কারাগারে গিয়েই শেষ হবে। এই হচ্ছে আমার এত দিনের অনশনের ফল।’ তিনি এও বলেন যে, সরকার তার সিদ্ধান্ত বদলের আগে তারা আন্দোলন থামাবেন না।