Thank you for trying Sticky AMP!!

গ্রিসের এথেন্সের কাছে ভয়াবহ দাবানল

দাবানলে জ্বলছে একটি বাড়ি। ১৭ জুলাই, গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে

গ্রিসের রাজধানী এথেন্স থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে দাবানলে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে।

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

যেখানে দাবানল, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

Also Read: ১৭৪ বছরের মধ্যে উষ্ণতম জুন দেখল বিশ্ব

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি উড়োজাহাজ কাজে লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল শুরু হয়েছে।

এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।

ফলে এথেন্সসহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস ছাড়াও তুরস্ক ও ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

Also Read: বিশ্বজুড়ে দাবদাহ, জাপানে সর্বোচ্চ সতর্কতা জারি