Thank you for trying Sticky AMP!!

ইসরায়েল অস্ত্র না দেওয়ায় হতাশ জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার হামলা ঠেকাতে ইসরাইল ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই ইসরায়েলের কাছে অস্ত্র চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু এরপর সাত মাস পেরিয়ে গেলেও ইসরায়েল কোনো অস্ত্রসহায়তা পাঠায়নি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ফ্রান্সের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন জেলেনস্কি। গতকাল শনিবার তাঁর দপ্তর সাক্ষাৎকারটি প্রকাশ করে।

ইসরায়েলের কাছে চাওয়া অস্ত্রসহায়তার মধ্যে রকেট হামলা ঠেকানোর ‘আয়রন ডোম’ প্রযুক্তির কথা উল্লেখ করেছিলেন তিনি। এ প্রযুক্তির সহায়তায় গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া রকেট হামলা প্রতিরোধে সফলতা পেয়েছে ইসরাইল।

জেলেনস্কি বলেন, ‘আমি জানি না, ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলছি, আমি অনেক হতাশ। আমি ঠিক বুঝতে পারছি না, তারা (ইসরায়েল) কেন আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেয়নি।’

Also Read: রাশিয়ার হাতে ইরানের ড্রোন, কূটনীতিকদের তাড়াবেন জেলেনস্কি

এর আগে গত মার্চে জেলেনস্কি বলেছিলেন, ইসরায়েল সামর্থ্য অনুযায়ী ইউক্রেনকে সাহায্য করতে চায়; যদিও ইসরায়েল তখনো এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েল কোনো ধরনের অস্ত্রসহায়তা না করায় জেলেনস্কি এ ধরনের বার্তা দিলেন।

Also Read: পুতিন জেনেশুনে রুশ নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি

ইউক্রেনে হামলার পর ইসরায়েল রাশিয়ার সমালোচনা করলেও মস্কোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দেশটি বেশ সতর্ক। এ জন্যই হয়তো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ইসরায়েল সে পথে হাঁটেনি। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে সেখানে মানবিক সহায়তাসামগ্রী পাঠায় ইসরায়েল।