Thank you for trying Sticky AMP!!

রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন

মস্কোয় হামলায় নিহত বেড়ে ৯৩, আটক ১১ জন

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

এদিকে ক্রেমলিনের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।  

গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

আজ প্রাথমিক তথ্যের ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। এর আগে নিহত মানুষের সংখ্যা ৬০ জন বলে জানানো হয়েছিল।

Also Read: মস্কোয় কেন হামলা চালাল আইএস

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে। ক্রেমলিনের বরাতে ইন্টারফ্যাক্স তথ্যগুলো জানিয়েছে।

Also Read: গুলি, আর্তনাদ, এরপর মস্কোর কনসার্ট হলের পরিস্থিতি জানালেন প্রত্যক্ষদর্শীরা

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।

মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৬০
মস্কোয় কনসার্ট হলে হামলায় আইএসের দায় স্বীকার
মস্কোয় হামলার দুই সপ্তাহ আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
যেসব হামলা কাঁপিয়ে দিয়েছিল মস্কোকে
মস্কোয় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ