Thank you for trying Sticky AMP!!

যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকা অবাস্তব নয়: ইউক্রেন

বাখমুতের কাছে কামান থেকে গোলা ছুড়ছেন ইউক্রেনের সেনারা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাইছে চীন। চীনের এই প্রচেষ্টা অবাস্তব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রি মেলনিক। জার্মানির একটি গণমাধ্যমে আজ রোববার এ কথা বলেন তিনি।

আন্দ্রি মেলনিক বলেন, চীন নিজের স্বার্থ রক্ষা করতে চাইছে, এটা ঠিক আছে। তবে বিশ্বব্যবস্থায় নেতৃত্বের দ্বন্দ্বের চেয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এবং চলমান বৈরিতার সমাপ্তি বেইজিংয়ের স্বার্থের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে চীনের ১২ দফা
যে লাভের জন্য ইউক্রেনে শান্তি ফেরাতে চায় চীন

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই শীর্ষ নেতার প্রথম ফোনালাপ। এ নিয়ে আন্দ্রি মেলনিক বলেন, ‘রাশিয়ার আগ্রাসন থামাতে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে সেটি ছিল বড় একটি পদক্ষেপ।’

জার্মানিতে ইউক্রেন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিক। জার্মানির গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে যুদ্ধের সমাধানের ক্ষেত্রে একটি শর্তও বেঁধে দিয়েছেন তিনি। সেটি হলো ইউক্রেনে দখল করা অঞ্চলগুলো থেকে সব রুশ সেনাকে ফিরিয়ে নিতে হবে।

সি-জেলেনস্কির আলাপ নিয়ে কী ভাবছে রাশিয়া
জেলেনস্কিকে যে কথা বলেননি সি চিন পিং