Thank you for trying Sticky AMP!!

জার্মানির পুলিশ

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী নিহত

জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে এক ছুরিধারী ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে৷

পুলিশ বলছে, ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল৷ তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন। ‘হুমকি পরিস্থিতি’ তৈরি হওয়ায় গুলি করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি বলেছেন, আগেও কয়েকবার খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল৷ পুলিশও আগে থেকেই তাকে চিনতো।

বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করছে৷