Thank you for trying Sticky AMP!!

জেলেনস্কিকে হত্যা করা হবে না, প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০১৯ সালের ৯ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে তোলা ছবি

চলমান যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবে না রুশবাহিনী, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চে ইসলায়েলের তখনকার প্রধানমন্ত্রী নাফতালি বেনেত যখন মস্কো সফরে যান, তখন পুতিন তাঁকে এমন প্রতিশ্রুতি দেন। খবর আল–জাজিরার। 

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক দীর্ঘ সাক্ষাৎকারে পুতিনের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। গত শনিবার রাতে একটি ইউটিউব চ্যানেলে তাঁর এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। 

Also Read: নিজ স্বার্থ উদ্ধারে ইসরায়েলকে ব্যবহার করছেন পুতিন

সাক্ষাৎকারে নাফতালি বেনেত বলেন, ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? সাক্ষাতের সময় আমি এই প্রশ্ন পুতিনকে জিজ্ঞাসা করেছিলাম। জবাবে পুতিন বলেছিলেন, ‘আমি তাঁকে (জেলেনস্কি) হত্যা করতে চাই না।’ 

পুতিনের এই উত্তরের পর নাফতালি বেনেত তাঁকে আরও প্রশ্ন করেন, ‘আপনার এই উত্তর শুনে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, ‘আমি জেলেনস্কিকে হত্যা করবো না।’ 

পুতিনের এমন মনোভাবের কথা পরে জেলেনস্কিকেও জানিয়েছেন নাফতালি বেনেত। তিনি বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি, তিনি (পুতিন) আপনাকে হত্যা করবে না।’ তখন জেলেনস্কি তাঁকে বলেন, ‘আপনি কি নিশ্চিত?’ জবাবে নাফতালি বেনেত জেলেনস্কিকে বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’ 

Also Read: ইউক্রেনের পাশে থাকবেন ইউরোপের নেতারা

জেলেনস্কির সঙ্গে এমন কথোপকথনের বিবরণ ওই সাক্ষাৎকারে নাফতালি বেনেত নিজেই দিয়েছেন। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরের এক বছরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হতে দেখেছে বিশ্ববাসী। তবে যুদ্ধে কেউই এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর হাতেগোনা যে কয়েকজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদেরই একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। এ কাজে তাঁকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে নাফতালি বেনেত সফল হতে পারেননি।

Also Read: রাশিয়া ২৪ ফেব্রুয়ারি বড় হামলা করতে পারে, আশঙ্কা ইউক্রেনের