Thank you for trying Sticky AMP!!

ইউক্রেনের গান গাওয়ায় জরিমানা মিস ক্রিমিয়াকে

ওলগা ভালিভা

ইউক্রেনের দেশাত্মবোধক গান গাওয়ায় মিস ক্রিমিয়া খেতাব জয়ী ওলগা ভালিভাকে ৪০ হাজার রুবল জরিমানা করেছে রুশ কর্তৃপক্ষ। এ বছরই ক্রিমিয়ার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। খবর সিএনএনের

ক্রিমিয়ার রুশপন্থী আঞ্চলিক কর্মকর্তা ও রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওলগার অল্পবয়সী সন্তান থাকায় তাঁকে কারাগারে যেতে হয়নি। তবে জরিমানা করা হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অনলাইনে একটি ভিডিওতে দুই নারীকে সন্ত্রাসী সংগঠনের গান গাইতে দেখা যায়। তাঁদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। রুশ সেনাদের বদনাম করার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। জনগণের সামনে নিষিদ্ধ চিহ্ন দেখানোর জন্য আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেছেন।

ওলগা জরিমানা দিয়ে মুক্তি পেলেও অপর তরুণীকে ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর এটি নিজেদের অংশ ঘোষণা করে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করে আসছেন, ক্রিমিয়াকে পুলিশি রাজ্যে পরিণত করা হয়েছে।

Also Read: ইউক্রেন যুদ্ধ ঘিরে কেন ন্যাটো ও তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আসছে

Also Read: ক্রিমিয়া থেকে কৃষ্ণসাগর নিয়ন্ত্রণ করতে পারে মস্কো