Thank you for trying Sticky AMP!!

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দাঙ্গার জন্য কট্টর ডানপন্থী গুন্ডাদের দায়ী করেছে পুলিশ

ছুরি হামলায় তিন শিশু আহত হওয়ার পর আয়ারল্যান্ডের রাজধানীতে নজিরবিহীন দাঙ্গা

ছুরি হামলার ঘটনায় তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নজিরবিহীন দাঙ্গা হয়েছে। এই দাঙ্গার জন্য ‘কট্টর ডানপন্থী গুন্ডাদের’ দায়ী করেছে আইরিশ পুলিশ।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ডাবলিনের পারনেল স্কয়ার ইস্ট এলাকার একটি স্কুলের বাইরে এই ছুরি হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় ৫ বছর বয়সী একটি ছেলে, ৫ ও ৬ বছর বয়সী দুটি মেয়ে, ৩০–এর কোটার এক নারী ও ৪০–এর কোটার এক পুরুষ আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়। পরে পাঁচ বছর বয়সী ছেলেটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

৫ বছর বয়সী মেয়ে ও ৩০–এর কোটার নারীর আঘাত গুরুতর। এর মধ্যে পাঁচ বছর বয়সী মেয়েটিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আহত পুরুষ সন্দেহভাজন হামলাকারী। তিনি আইরিশ নাগরিক বলে জানা গেছে। তাঁর আঘাতও গুরুতর। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একই সঙ্গে পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় তারা আর কোনো সন্দেহভাজনকে খুঁজছে না।

ঠিক কী উদ্দেশ্যে ছুরি হামলা চালানো হলো, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তারা তদন্তের ক্ষেত্রে সন্ত্রাসবাদসহ সব দিকই বিবেচনায় রাখছে।

ছুরি হামলার ঘটনার পর সন্ধ্যা ছয়টার দিকে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় উচ্ছৃঙ্খল জনতা।

সহিংসতা একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। বাস, ট্রামসহ অন্যান্য গণপরিবহন অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়। দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে।

পরিস্থিতি মোকাবিলায় শহরের রাস্তায় নামানো হয় দাঙ্গা পুলিশ। দাঙ্গা পুলিশও হামলার শিকার হয়।

রাতের একপর্যায়ে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। আইরিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর সড়কগুলো এখন মূলত শান্ত।

ডাবলিনে এমন দাঙ্গা প্রায় নজিরবিহীন। আইরিশ পুলিশ বলেছে, এই দাঙ্গার ঘটনা ঘটিয়েছে একটি উন্মত্ত গুন্ডা গোষ্ঠী। তারা কট্টর ডানপন্থী মতাদর্শের লোকজন।

Also Read: আয়ারল্যান্ডে ৩ শিশুকে ছুরিকাঘাত, রাজধানীতে বিক্ষোভ-সংঘাত