Thank you for trying Sticky AMP!!

পুতিন জেনেশুনে রুশ নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনেশুনে তাঁর দেশের নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির।

গতকাল শনিবার সন্ধ্যায় রুশ ভাষায় দেওয়া ভাষণে জেলেনস্কি এমন মন্তব্য করেন। তিনি ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান।

আত্মসমর্পণ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আপনার সঙ্গে সভ্য আচরণ করা হবে।...আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।’

Also Read: রাশিয়ার হাতে ইরানের ড্রোন, কূটনীতিকদের তাড়াবেন জেলেনস্কি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিন গত বুধবার আংশিক সেনানিযুক্তির ঘোষণা দেন। এতে দেশটির তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হবে। এ ছাড়া স্বেচ্ছায় আত্মসমর্পণ ও পলায়নের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করেছে রাশিয়া। মস্কোর এ পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বিদেশে যুদ্ধাপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাদলে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর পত্র প্রত্যাখ্যান করা ভালো।

Also Read: রাশিয়ার শাস্তি দাবি করলেন জেলেনস্কি

জেলেনস্কি আরও বলেন, বিকলাঙ্গ হওয়া, আগ্রাসনের যুদ্ধে অংশগ্রহণের জন্য আদালতে দোষী সাব্যস্ত হওয়ার চেয়ে অপরাধমূলক সমাবেশ থেকে পালিয়ে যাওয়া ভালো।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের হামলায় নিহত হওয়ার চেয়ে তাঁদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো।

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে রাশিয়ার অনেক নাগরিক দেশ থেকে পালাচ্ছেন।

Also Read: শেষ পর্যন্ত লড়বে ইউক্রেন: স্বাধীনতা দিবসে জেলেনস্কি