Thank you for trying Sticky AMP!!

কোরাজন একুইনো

ইতিহাসের এই দিনে: ফিলিপাইনে প্রথম নারী প্রেসিডেন্ট

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

কোরাজন একুইনো ছিলেন ফিলিপাইনের প্রথম নারী প্রেসিডেন্ট। স্বামী বেনিনগো একুইনোও ছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। স্বামীর হত্যাকাণ্ডের পর সামরিক শাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে গণ–আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এনেছিলেন কোরাজন। ১৯৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ছয় বছর রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন কোরাজন।

Also Read: ইতিহাসের এই দিনে: সিংহাসনে বসেন রানি প্রথম এলিজাবেথ

মার্কিন কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য
সময়টা ১৮৭০ সালের ২৫ ফেব্রুয়ারি, মার্কিন কংগ্রেসের সদস্য হয়ে ইতিহাস গড়েন হিরাম রোডস রেভেলস। তিনি দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেসম্যান।

Also Read: ইতিহাসের এই দিনে: চুরি হওয়া ‘মোনালিসা’ উদ্ধার

রুশ মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা
সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা পায় রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস।

Also Read: ইতিহাসের এই দিনে: ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ প্রকাশিত

Also Read: ইতিহাসের এই দিনে: শুরু হয় উপসাগরীয় যুদ্ধ

বক্সার মোহাম্মদ আলি

মোহাম্মদ আলির রেকর্ড
কৃষ্ণাঙ্গ-আমেরিকান বক্সার মোহাম্মদ আলী ১৯৬৪ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। বিশ্বের ইতিহাসে তিনি একমাত্র বক্সার, যিনি তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

Also Read: ইতিহাসের এই দিনে: ‘ভুতুড়ে’ জাহাজের খোঁজ