Thank you for trying Sticky AMP!!

উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি ভাঙছেই

অরুণাচলের বিজেপি নেতা-মন্ত্রীদের দলে টানছে আঞ্চলিক দল এনপিপি। ফাইল ছবি

লোকসভা ভোটের আগে উত্তর-পূর্ব ভারতে প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপিতে বড় ধরনের ভাঙন। আট রাজ্যেই জোট নিয়ে জটিলতা রয়েছে শরিকদের মধ্যে। সেই সঙ্গে ভাঙছে বিজেপিও। আর অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঝড় তুলছেন প্রচারে।

উত্তর-পূর্ব ভারতে লোকসভা ভোটের প্রার্থী তালিকাই এখন পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি। আজ বুধবার মনোনয়নপত্র পেশের তৃতীয় দিন। রয়েছে দুই রাজ্যে বিধানসভার ভোটও।
অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা অবশ্য প্রকাশ করেছে বিজেপি। আর সেই তালিকা দেখেই দল ভেঙে চুরমার। বিজেপিশাসিত রাজ্যটির দুই মন্ত্রীসহ আট বিধায়ক পদত্যাগ করে যোগ দিয়েছেন আঞ্চলিক দল এনপিপিতে।
দলত্যাগীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়ি, পর্যটনমন্ত্রী জরকার গামনিও। আজই তাঁরা ইস্তফাপত্র বিজেপির রাজ্য সভাপতি তপির গাওয়ের কাছে পাঠিয়ে দেন।
এনপিপির সাধারণ সম্পাদক থমাস সাংমা বলেন, অরুণাচল প্রদেশে বিজেপির মোট ২২ জন শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রী তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁরা অন্তত ৪০টি আসনে প্রার্থী দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

অরুণাচল প্রদেশে লোকসভার ২টির পাশাপাশি ৬০টি বিধানসভা আসনেও ভোট হচ্ছে। এর মধ্যে ৫৪টির প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর তারপরই মনোনয়ন না পেয়ে দলত্যাগ।
শুধু অরুণাচল প্রদেশই নয়, আসাম ও ত্রিপুরাতেও ভাঙছে বিজেপি। জোট শরিক এনপিপি ছাড়াও সিকিমের এনডিএফ, ত্রিপুরার আইপিএফটি, মিজোরামের এমএনএফ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে।
এই অবস্থায় কংগ্রেস নিজেদের হারানো জমি উদ্ধারে কোমর বেঁধে নেমে পড়েছে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গতকালই অরুণাচল প্রদেশ সফর করেন।
এদিন সকালে মণিপুরে এক জনসভায় রাহুল গান্ধী কড়া সমালোচনা করেন বিজেপির। তাঁর অভিযোগ, বিজেপির আমলে উত্তর-পূর্বাঞ্চল বঞ্চিত।