Thank you for trying Sticky AMP!!

কমল হাসানের ছবির শুটিংয়ে দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

গতকাল বুধবার রাতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে। এএনআই ফাইল ছবি

ভারতের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক, পরিচালক, গীতিকার, স্ক্রিপ্ট রাইটার কমল হাসানের নতুন ছবি ‘ইন্ডিয়ান-২’–এর শুটিং স্পটে ক্রেন ভেঙে সহকারী পরিচালক কৃষ্ণসহ (৩৪) তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। গতকাল বুধবার রাতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাকি দুজন হলেন শুটিং সহকারী চন্দন ও কমল হাসানের ব্যক্তিগত সহকারী মধু (২৯)।

দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল রাতে চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে কমল হাসানের ‘ইন্ডিয়ান-টু’ ছবির শুটিংয়ের সেট তৈরির কাজ চলছিল। শুটিংয়ের আলো ঠিক করার জন্য ক্রেনে উঠে কাজ করছিলেন ছবির সহকারীরা। এ সময় ক্রেনটি আচমকা ভেঙে পড়ে। প্রথমে খবর ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনায় ছবির পরিচালক এস শঙ্কর গুরুতর আহত হয়েছেন। পরে জানা যায়, তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে মারা গেছেন শুটিং সহকারী চন্দন ও কমল হাসানের ব্যক্তিগত সহকারী মধু।

২০২১ সালে ‘ইন্ডিয়ান-২’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন রাকুল প্রীত, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল প্রমুখ।

এ ঘটনার পর কমল হাসান দ্রুত চলে আসেন শুটিং স্পটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঠিয়ে দেন চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে।

এক টুইটার বার্তায় কমল হাসান বলেন, ‘জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। কিন্তু আজকের দুর্ঘটনা সব দুর্ঘটনাকে ছাপিয়ে গেছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’