Thank you for trying Sticky AMP!!

কোনো ভারতীয়র নাম বাদ যাবে না: রাজনাথ

রাজনাথ সিং

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের তুমুল বিক্ষোভের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ থেকে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। কারও নাম না উঠলে সেই ভুল পরবর্তীকালে শুধরে নেওয়া হবে।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে বৈধ নাগরিকদের তালিকা তৈরি হচ্ছে। আসামের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ২৯ লাখ। সম্প্রতি প্রথম যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১ কোটি ৩৯ লাখ মানুষের নাম নেই।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। গত বুধবার কংগ্রেস বিষয়টি নিয়ে সরব হয়েছিল। কেন্দ্রের বিবৃতি দাবি করেছিলেন আসাম থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য সুস্মিতা দেব ও গৌরব গগৈ। গতকাল বৃহস্পতিবার বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। এর আগে সকালে সংসদ ভবনে প্রবেশের মুখে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তৃণমূল সদস্যরা বিক্ষোভ দেখান। সৌগত রায়ের সমর্থনে কংগ্রেস ও বাম সদস্যরাও সরব হন।
সভায় সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, আসামে নাগরিকদের তালিকা তৈরি করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাতে কিছু নাম বাদ পড়েছে। তিনি বলেন, চূড়ান্ত তালিকা থেকে কারও নামই বাদ যাবে না।

মমতা বাংলাদেশি অভিবাসীদের ভোট চান: বিজেপি
এদিকে ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি গত বুধবার অভিযোগ করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে জয়ী হতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভোট ব্যাংক হিসেবে পেতে চান। এ জন্য ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনের (এনআরসি) নবায়ন চান না।