Thank you for trying Sticky AMP!!

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদীর মৃত্যু

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আট মাওবাদীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের দাওন্তেওয়াড়া ও বীজাপুর জেলার সীমান্ত এলাকা তিমিনার জঙ্গলে ওই সংঘর্ষ হয়। সেখানকার পুলিশ বলছে, নিহত মাওবাদীদের মধ্যে চারজন নারী রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গতকাল রাজ্য পুলিশের রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্কফোর্স যৌথভাবে তিমিনার জঙ্গলে তল্লাশি চালায়। এ সময় মাওবাদীরা তাদের ওপর হামলা চালায়। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়।

দান্তেওয়াড়ার অতিরিক্ত পুলিশ সুপার জি এন বাঘেল বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ আট মাওবাদীর মরদেহ উদ্ধার করে। পাশাপাশি সেখানে দুটি ইনসাস রাইফেল, দুটি থ্রিনট থ্রি রাইফেল, একটি ১২ বোরের রাইফেলসহ প্রচুর গোলাবারুদ পাওয়া যায়।

জি এন বাঘেল বলেন, নিহত মাওবাদীদের মধ্যে চারজন নারী মাওবাদী ও দুজন মাওবাদীদের এরিয়া কমান্ডার রয়েছেন।

মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর এই সাফল্যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং যৌথ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।