Thank you for trying Sticky AMP!!

জিডিপির নিরিখে পেছাল মোদির ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে বৈশ্বিক অর্থনীতিতে পিছিয়ে পড়ল নরেন্দ্র মোদির ভারত। বিশ্বব্যাংকের তৈরি ২০১৮ সালের হিসাব অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান এখন সপ্তম। এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ভারতের অবস্থান ছিল ষষ্ঠ। ওই বছর ফ্রান্সের আগে ভারতের অবস্থান ছিল। ভারতীয় ইংরেজি দৈনিক বিজনেস টুডের এক প্রতিবেদনে দেশটির অর্থনীতির এই হাল তুলে ধরা হয়।

বিশ্বব্যাংকের হিসাবে, ভারতের অর্থনীতির পরিমাণ ২ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার। আগের বছর অবস্থান এক ধাপ এগিয়ে থাকলেও জিডিপির পরিমাণ ছিল ২ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। তবে আকার বাড়লেও ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যের অর্থনীতির পরিমাণ ২ দশমিক ৮২ ট্রিলিয়ন ও ফ্রান্সের ২ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের উপাত্ত বলছে, জিডিপির নিরিখে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এর অর্থনীতির আকার ২০ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতির আকার ১৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। আর ৫ ট্রিলিয়ন ডলারের জাপানের অবস্থান তৃতীয় স্থানে।

ভারতের দুই ইউরোপীয় অর্থনীতির পেছনে পড়ে যাওয়ার কারণ হিসেবে ডলারের বিপরীতে দেশটির রুপির ক্রমাগত পড়ে যাওয়াকেই মূল কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
অর্থনীতিবিদ দেবেন্দ্র পন্থ বলেন, ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে ডলারের তুলনায় রুপির মান কমে যাওয়াই জিডিপির নিরিখে ভারত পিছিয়ে গেছে।

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সরকার ২০২৫ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করে। দ্য ইকনোমি সার্ভের হিসাব বলছে, এ লক্ষ্য অর্জন করতে হলে ভারতের প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে হবে।