Thank you for trying Sticky AMP!!

ঝাড়খন্ড থেকে নৌপথে পাথর রপ্তানি শুরু

ঝাড়খন্ডের পাকুরের পাথরভাঙা প্রকল্প। ছবি: সংগৃহীত।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের পাকুর থেকে নৌপথে বাংলাদেশে পাথর রপ্তানি শুরু হয়েছে। পাকুর পাহাড়ি এলাকায় অবস্থিত ঝাড়খন্ডের একটি জেলা। এখানে গড়ে উঠেছে পাথরভাঙা শিল্প। ঝাড়খন্ডের পাকুরসংলগ্ন সামশেরগঞ্জের পুঁটিমারির ফিডার ক্যানেলের জেটি থেকে পণ্যবাহী নৌযানে করে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এ কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাথর রপ্তানির এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের অভ্যন্তরীণ জলপথ করপোরেশনের ভাইস চেয়ারম্যান প্রবীর পাণ্ডে। তিনি বলেন, একটি পণ্যবাহী জাহাজে ১ হাজার ৬০০ টন করে পাথর বাংলাদেশে রপ্তানি করা হবে। এ লক্ষ্যে প্রতিদিন দুটি করে পণ্যবাহী জাহাজ পুঁটিমারির ফিডার ক্যানেল জেটি থেকে বাংলাদেশে যাবে।

নৌপথে বাংলাদেশে এই পাথর রপ্তানির ফলে পরিবহন খরচ অনেকটা কমে যাবে। পাশাপাশি পরিবেশদূষণও রোধ হবে। যদিও এখন বেনাপোল এবং অন্ধ্রপ্রদেশের কাঁকিনারা থেকেও নিয়মিত পাথর রপ্তানি হচ্ছে বাংলাদেশে।