Thank you for trying Sticky AMP!!

দিল্লির হোটেলে আগুন, ১৭ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির জনাকীর্ণ করলবাগ এলাকায় মাঝারি মানের আবাসিক হোটেল আরপিত প্যালেসে আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে ১৭ জন নিহত হয়। বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি, নয়াদিল্লি। ছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লির জনাকীর্ণ করলবাগ এলাকার একটি হোটেল আগুন লাগার ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে চারটার দিকে হোটেল আরপিত প্যালেসে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস অনলাইনের খবরে জানানো হয়, হোটেলের বেশির ভাগ মানুষ ওই সময় ঘুমিয়ে ছিলেন। একটি বিয়ের অনুষ্ঠানের লোকজন হোটেলের ৩৫টি কক্ষের বেশির ভাগ ভাড়া নিয়েছিলেন। হোটেলের করিডরটি কাঠের হওয়ায় এতে আগুন ধরে গেলে লোকজন বের হওয়ার সুযোগ পাননি। আগুন থেকে রক্ষা পেতে ওপর থেকে লাফিয়ে পড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়।

দিল্লির দমকল বাহিনীর কর্মকর্তা বিপিন কেন্তা জানান, করলবাগের গুরুদুয়ারা রোডে অবস্থিত হোটেল অরপিত প্যালেসের কাঠের করিডরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন হোটেল থেকে বের হওয়ার কোনো পথ পায়নি।

দমকল বাহিনীর উপপ্রধান সুনীল চৌধুরী জানান, হোটেল থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন হোটেলের ওপর থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।

এর আগে গত সপ্তাহে নয়ডার এক হাসপাতালে আগুন লাগে। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।

আরপিত প্যালেসে আগুন লাগার ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। হোটেলের করিডরটি কাঠের হওয়ায় এতে আগুন ধরে গেলে লোকজন বের হওয়ার সুযোগ পাননি। ১২ ফেব্রুয়ারি, নয়াদিল্লি। ছবি: এএফপি

ভারতের রাজধানীতে ১ কোটি ৮০ লাখ মানুষের বাস। এরপরও অগ্নিনিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে এই নগরে দেদার ভবন নির্মাণ চলছে।

দিল্লি হোটেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বালান মানি দাবি করেন, যথাযথ নিয়ম মেনেই হোটেল অরপিত প্যালেস নির্মাণ করা হয়।