Thank you for trying Sticky AMP!!

দুই প্রতিষ্ঠানের মালিক গ্রেপ্তার

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে দিল্লির মুন্ডকা এলাকার ভবনটিতে আগুন লাগে

ভারতের রাজধানী দিল্লিতে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনায় ২ জন গ্রেপ্তার হয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের।

পুলিশ জানিয়েছে, প্রাণঘাতী ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে থাকা সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দুই মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে তাঁদের বাবাও রয়েছেন।

পুলিশ বলছে, দিল্লির মুন্ডকা এলাকার চারতলা ওই ভবনটির অগ্নিনির্বাপণ বিভাগ থেকে অনাপত্তিপত্র ছিল না। ভবনের মালিক মনিশ লাকরাকেও খুঁজছে পুলিশ।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবনটিতে আগুন লাগে। চারতলা ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আহত ৪০ জন এখন হাসপাতালে ভর্তি। ভবন থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন তিনি।