Thank you for trying Sticky AMP!!

পশ্চিমবঙ্গে জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের ওপর প্রভাব নিয়ে সমীক্ষা

সুন্দরবন। ছবি: ভাস্কর মুখার্জি

জলবায়ু পরিবর্তনে সুন্দরবনে পরিবেশের ওপর প্রভাব নিয়ে এক যৌথ সমীক্ষা করবে পশ্চিমবঙ্গ সরকার ও যুক্তরাজ্য। বিশ্বের গর্ব সুন্দরবনের অবস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। সুন্দরবনের বেশির ভাগ বাংলাদেশে। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনে কতটুকু প্রভাব পড়বে, সে বিষয়ে গবেষণার জন্য পশ্চিমবঙ্গ সরকার ৫ বছর মেয়াদি পরিকল্পনা করেছে।

গতকাল বুধবার ‘লিভিং ডেল্টাস রিসার্চ হাব’ নামের এই সমীক্ষার ঘোষণা দেওয়া হয়। এ সমীক্ষায় যুক্ত থাকবে পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর, কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশন, ব্রিটেনের নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন্ডিয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং হাওড়ার শিবপুর আইআইইএসটিও।

গবেষণাসংক্রান্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো, পশ্চিমবঙ্গের পরিবেশসচিব প্রভাত মিশ্র, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত হাজরা, তুহিন ঘোষ, উপকূল বিশেষজ্ঞ অমলেশ চৌধুরী, শিবপুর আইআইইএসটিওর অধ্যাপক শৌভনিক রায় প্রমুখ।