Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের কর্মী নিখোঁজ, উদ্বেগ ভারতের

ছবি: এএফপি

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

ভারত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান সরকারের কাছে এ নিয়ে ভারত তার উদ্বেগ প্রকাশ করেছে। অভিযোগও দায়ের করেছে।

সম্প্রতি নয়াদিল্লি হাইকমিশনে কর্মরত দুই পাকিস্তানীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়। তাঁরা দুজনেই ভিসা বিভাগে কর্মরত ছিলেন। সেই ঘটনার সঙ্গে দুই ভারতীয়ের নিখোঁজের কোনো যোগসূত্র আছে কি না তা বোঝার চেষ্টা চলছে।

গত কয়েকদিন ধরে ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ ভারতের। অতিরিক্ত নজরদারিও চালানো হচ্ছে। ভারতের পক্ষ থেকে তার প্রতিবাদও জানানো হয়। গৌরব আলুওয়ালিয়া নামের এক আধিকারিকের গাড়ি আইএসআইয়ের লোকেরা বাইকে চেপে ধাওয়া করেছিল। মার্চ মাস থেকে এই ধরনের মোট ১৩টি ঘটনার উল্লেখ করে পাকিস্তানকে ভারত বলেছিল, অবিলম্বে এই অনভিপ্রেত নজরদারি বন্ধ করা হোক। এর পরেই ঘটে দুই আধিকারিকের নিখোঁজের ঘটনা।