Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন হলে চুপ কেন, কংগ্রেসকে মোদির প্রশ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে কংগ্রেস চুপ থাকে কেন? বিরোধী দল কংগ্রেসকে এবার এ প্রশ্নে বিদ্ধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নাগরিকত্ব বিল (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে পুরো ভারতের রাজনীতি এখন উত্তাল। দুটি আইনের বিরুদ্ধে কংগ্রেসসহ বিরোধী দলগুলো সরব। বৃহস্পতিবার ভারতের কর্ণাটকে মোদি বলেন, ‘ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়। সেসব নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু কংগ্রেস এবং তাদের সঙ্গীরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না।’

প্রধানমন্ত্রী মোদি দুই দিনের সফরে কর্ণাটক আছেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মোদি আজ বলেন, ‘আজ যখন স্লোগান দিচ্ছেন তখন পাকিস্তানে সংখ্যালঘুদের নির্যাতনের কথা তুলে ধরুন। সমাবেশ করলে পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে ভারতে আসা হিন্দুদের সমর্থনে তা করুন।’