Thank you for trying Sticky AMP!!

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ খোলা হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ভারতের পাঞ্জাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’তে বঙ্গবন্ধু কর্নার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান ও লাভলি বিশ্ববিদ্যালয়ের আচার্য অশোক মিত্তলের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা হবে। তাঁর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থাকবে বঙ্গবন্ধু কর্নারে। এ ছাড়া সেখানে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে লেখা বিভিন্ন বই থাকবে সেখানে।

দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও বঙ্গবন্ধু কর্নার খোলার বিষয়ে হাইকমিশন ভারত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ভারতের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

৫০টি দেশের ৩ হাজার বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন, যাঁদের মধ্যে ৭০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।