Thank you for trying Sticky AMP!!

ভুয়া পাসপোর্টে ভারতে গিয়ে ১০ বছরের কারাদণ্ড

জাল পাসপোর্ট নিয়ে ভারতে ঢোকায় বাংলাদেশি যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত। ২০১৪ সালে ওই যুবক জাল পাসপোর্টে কলকাতায় যান। পরে তিনি কলকাতার কসবা এলাকায় ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে সিআইডি পুলিশ মামলা করে। জালিয়াতি, অনুপ্রবেশসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনে সিআইডি।

মামলায় গতকাল বুধবার কলকাতার আলিপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইন্দ্রনীল অধিকারী ওই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আদালত নির্দেশ দিয়েছেন, কারাভোগ শেষ হলে যুবককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।