Thank you for trying Sticky AMP!!

মিজোরামে মদ নিষিদ্ধ হচ্ছে

আইজলে রাজ্যপাল কুমরাম রাজাশেখরনের সঙ্গে এম এন এফ সুপ্রিমো জোরামথাঙ্গা। ছবি: সংগৃহীত

ভারতের মিজোরাম রাজ্যের হবু মুখ্যমন্ত্রী এম এন এফ সুপ্রিমো জোরামথাঙ্গা আগেই জানিয়েছিলেন, সেখানে ফের মদ নিষিদ্ধ হচ্ছে। আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের কংগ্রেস দুর্গে আঘাত হানতে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতিকেই হাতিয়ার করেছিল।

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ। মিজোরামেই কংগ্রেসের সরকার ছিল। ১০ বছর টানা শাসনের পর গতকাল বুধবার মুখ্যমন্ত্রী লাল থানহাওলার নেতৃত্বে কংগ্রেস সরকারের পতন ঘটল। এখন ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন এম এন এফ সুপ্রিমো জোরামথাঙ্গা। লাল থানহাওলা রাজ্যপালের কাছে তাঁর ইস্তফাপত্র তুলে দিয়েছেন।

মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব হাতে নেওয়ার আগেই গতকাল সন্ধ্যায় রাজধানী আইজলে সাংবাদিকদের সামনে এম এন এফ সুপ্রিমো জোরামথাঙ্গা ভোটের প্রতিশ্রুতি মেনে রাজ্যে মদ নিষিদ্ধ হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, একই সঙ্গে রাস্তাঘাটের সংস্কার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের প্রতিশ্রুতিও পালন করবে তাঁর সরকার। গতকালই হবু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালনে তাঁর দায়বদ্ধতার কথা শুনিয়েছেন।

৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় এম এন এফ সুপ্রিমো জোরামথাঙ্গা পেয়েছে ২৬টি আসন। মাত্র পাঁচটি আসনে জিতেছে কংগ্রেস। বিজেপির প্রাপ্তি মাত্র ১টি আসন।

মিজোরাম বিধানসভায় অবশ্য অধ্যাপকদের বাজিমাত হয়েছে। ৪০ জনের মধ্যে ছয়জনই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যুক্ত। কেউ অঙ্ক, কেউ উদ্ভিদবিজ্ঞান, আবার কেউ ছাত্রদের রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন।

এবারের মিজোরাম বিধানসভা ভোটের ফলাফলে এটা স্পষ্ট যে ভোটারদের বিশ্ববিদ্যালয়স্তরের শিক্ষাবিদদেরই বেশি পছন্দ। দেশের তৃতীয় সাক্ষরতম রাজ্যটির মানুষ দুঁদে রাজনীতিবিদদের শিক্ষা দিতে তাই ছয়জন শিক্ষাবিদকে জেতালেন।

মিজোরামে সাক্ষরতার হার ৯১ দশমিক ৩ শতাংশ। মাত্র ৪০ সদস্যের রাজ্য বিধানসভায় বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক ছয়জন।